ইন্দপোল অভিযান, চট্টগ্রাম
অক্টোবর শাহ আলমের নেতৃত্বে ২৫ জন মুক্তিযোদ্ধার একটি দল কেলিশহর গোয়ালপাড়ায় অবস্থান নেয়। রাজাকাররা গোপনসূত্রে খবর পেয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেললে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে একজন রাজাকার মারা যায়। তবে মুক্তিযোদ্ধাদের কেউ হতাহত হননি। শাহ আলমের দলটি ঈদের ২ দিন আগে এক রাতে চট্টগ্রাম-ইন্দপোল সেতুটি উড়িয়ে দেন।
[১১] সংকলন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত