ইফতেখার আহমেদ গোন্দাল, ক্যাপ্টেন (৩১ পাঞ্জাব, পিএ-৮৮৬৭)
স্থানঃ সিলেট, বিয়ানীবাজার। অপরাধঃ ’৭১-এর ৯ মাসে গোন্দালের নেতৃত্বে ঘাতকরা হত্যা করে কয়েকশ’ নিরীহ বাঙালীকে। এপ্রিল মাসে পাকহানাদাররা বিয়ানিবাজার এসে নির্বিচারে গণহত্যা শুরু করে। প্রথম দিনেই তারা আলীনগর ইউনিয়নের আব্দুল হালিম চৌধুরীসহ আরও অনেককে হত্যা করে। দালালদের নিয়ে ক্যাপ্টেন গোন্দাল এখানে গঠন করে ‘মজলিশে সুরা’ নামক একটি কমিটি। বিয়ানীবাজার থানা এলাকা ও বাইরে থেকে অসংখ্য মানুষকে ধরে এনে টি.এন.ও. অফিসের পাশে কাঠালতয়াল সারিবদ্ধভাবে দাড় করিয়ে হত্যা করে। এ ছাড়া স্থানীয় ডাকবাংলায় পাকিস্তানী ক্যাপ্টেন গোন্দালের শয্যাসঙ্গী হতে বাধ্য করে অসংখ্য নারীকে। সিলেটের অন্যান্য হত্যাকান্ডের সঙ্গেও ক্যাপ্টেন গোন্দাল জড়িত ছিল। ক্যাপ্টেন ইফতেখার আহমেদ গোন্দাল ও তার সহযোগীদেরকে গণহত্যা, সকল প্রকার যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত করা যায়।
[১৪][ ডা. এম.এ.হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত