আসকারী জুট মিলে অপারেশন, নারায়ণগঞ্জ
অক্টোবর মাসে রাত ১০টায় বি এল এফ এর কমান্ডার মোঃ। শামসুল হক মোল্লা অন্যান্য মুক্তিযোদ্ধাসহ আড়াইহাজার থেকে নৌকাযোগে পাচরুখী খালের ওপর দিয়ে নারায়ণগঞ্জের আসকারী জুট মিলের আশেপাশে গ্রামে আশ্রয় নেন। পাকসেনা কোন অবস্থানে আছে তা ঐ এলাকায় (রূপগঞ্জ) জনসাধারণ ও আসকারী মিলের শ্রমিকরা মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করেন। তাদের তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধারা অপারেশনের পূর্বে রেকি করেন। মুক্তিযোদ্ধারা আসাকারী জুট মিলে পাকসেনাদের অতর্কিত আক্রমণ করে এবং পাকসেনাদের ওয়ারলেস সেটটি এনে কেন্দ্রীয় কমান্ড অফিসে মেজর হায়দারের কাছে অর্পণ করেন।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত