আড়কান্দীর ব্রিজে রাজাকারদের উপর আক্রমণ, ফরিদপুর
২০ জুলাই ‘৭১। শেখ নজরুল ইসলামের নেতৃত্ব প্রায় ৩০ জন মুক্তিযোদ্ধা দু’ভাগে বিভক্ত হয়ে নৌকাযোগে রাত ২টায় খালের পূর্ব ও পশ্চিম পাড় থেকে আক্রমণ করে, গুলির সঙ্গে সঙ্গে রাজাকাররা লাফিয়ে পড়ে দ্রুত পালিয়া যায়। একজন রাজাকার মুক্তিযোদ্ধাদের হাতে ধৃত এবং গণপিটুনিতে নিহত হয়। ঐ অপারেশনে রাজাকারদের ফেলে যাওয়া ৫টি রাইফেল মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। অপারেশনে অংশ নেন শহীদুল ইসলাম, মফিজুর রহমান, হাফিজুর রহমান, খলিলুর রহমান, সোবহান, জহুরুল হক, আবদুল আজিজ, শেখ নজরুল ইসলাম, টুকু আবদুস সালাম, কার্তিক পাল, আহমেদ আলী, বদিরুদ্দিন, আকবর আলী, গোলাম রব্বানী প্রমুখ।
[১৫] আবু সাঈদ খান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত