আড়পাড়া সীমান্ত ফাঁড়ি আক্রমণ, ময়মনসিংহ
আড়পাড়া সীমান্ত ফাঁড়িটির অবস্থান ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার উত্তর সীমানায়। পাশেই বিজয়পুর সীমান্ত ফাঁড়ি। আড়পাড়া ক্যাম্পে রেঞ্জার্স এবং রাজাকার বাহিনীর নিয়মিত অবস্থান ছিল।
জুলাই মাস নাগাদ সশস্ত্র মুক্তিযোদ্ধারা দেশের অভ্যন্তরে বড় ধরনের অপারেশনের জন্য প্রবেশ করতে থাকে। আড়পাড়া সীমান্ত ফাঁড়ি এই সময় মুক্তিযোদ্ধাদের নিরাপদ চলাচলের অন্তরায় হয়ে দাঁড়ায়।
জুলাই মাসের শেষ সপ্তাহে মুক্তিবাহিনী কমান্ডার আলতাফ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ২৫ জন মুক্তিযোদ্ধার একটি দল আড়পাড় ক্যাম্প আক্রমণ করে। রেঞ্জার্স ও রাজাকার বাহিনীর সদস্যরা বাংকারে অবস্থান করায় মুক্তিবাহিনী তাদের বেশি ক্ষতি করতে পারেনি। আক্রমণের মূল লক্ষ্য ছিল মুক্তিবাহিনীর শক্তি প্রমাণ করা। এই আক্রমণে মুক্তিবাহিনীর একজন সদস্য শাহাদাতবরণ করেন।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলে আলতাব উদ্দিন আহমেদ, সুধীর হাজং (শহীদ) আব্দুল জাব্বার প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত