You dont have javascript enabled! Please enable it!

আড়ানী রেলওয়ে ব্রিজ আক্রমণ, রাজশাহী

রাজশাহী জেলার চারঘাট থানা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে এবং পুটিয়া থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণপূর্বে আড়ানী অবস্থিত। ১৯৭১ সালে পাকস্তানী দখলদার সেনাবাহিনীর অস্ত্র-শস্ত্র এবং রসদপত্র আনা নেয়ার জন্য ঈশ্বরদী রাজশাহী অঞ্চলে রেলপথ বিশেষ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছিল। তাই ৭ নং সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল কাজী নুরুজ্জামান, সেকেন্ড ইন কমান্ড মেজর গিয়াসউদ্দিন আহম্মেদ চৌধুরী এবং সাব সেক্টর ৪ এর অধিনায়ক মেজর আব্দুর রশীদ আড়ানী রেলওয়ে ব্রিজ আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকবাহিনীর বিরুদ্ধে রাতের বেলায় পর পর দুটি আক্রমণের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পরবর্তীতে ১৯৭১ সালের ১লা নভেম্বর প্রায় ৮০/৯০ জন বীর মুক্তিযোদ্ধা ৪টি এলএমজি, ২০/৩৪ টি লেফ লোডিং রাইফেল ১০টি এসএমজি বাকি থ্রি নট থ্রি রাইফেল এবং সেই সাথে প্রয়োজনীয় পরিমাণ বিস্ফোরক নিয়ে পুনরায় উক্ত ব্রিজ আক্রমণ করে। ঐ সময় ব্রিজ প্রহারায় নিযুক্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনীরা সদস্যরা পালিয়ে যায়। পরে বিস্ফোরণের মাধ্যমে ব্রিজটি ধ্বংস করে দেয়া হয়। এই ব্রিজ আক্রমণের সময় উভয়পক্ষের হতাহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায় নি।
[৫৯৭] চাঁদ সুলতানা কাওছার

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!