You dont have javascript enabled! Please enable it!

আমতলার পাকআর্মির গাড়িতে হামলা, চট্টগ্রাম

রেয়াজউদ্দিন বাজারের পূর্বপাশে বালিকা বিদ্যালয়ের পিছনে প্রায়ই পাক আর্মির গাড়ি পার্ক করা হতো। ২০ জুলাই সকালে মুক্তিযোদ্ধা রফিক ট্যাক্সি ভাড়া করে আমতলা আসেন। এখানে গাড়ি দেখে সুযোগের অপেক্ষা করেন। পরে ফাঁকা পেয়ে গাড়ির ভেতরে নিক্ষেপ করে কদমতলী হয়ে নিরাপদ শেল্টারে চলে আসেন।
[৫৯৭] কে.এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত