আমেরিকান এক্সপ্রেস ব্যাংক অভিযান, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। এই এলাকার কেন্দ্রস্থলে কমার্স কলেজ ও সিজি বিল্ডিং এর মাঝামাঝি ছিল আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ভবন। আমেরিকান পাকিস্তানী প্রীতি মুক্তিযোদ্ধাদের এই আক্রমণে উদ্ধুব্ধ করেছিল। এই অপারেশন পরিচালনা করেন কেসি-১ দলের দলনেতা আবদুল্লাহ আল হারুন ও অন্যজন মুক্তিযোদ্ধা জালালউদ্দীন আহমেদ। কেসি-২ দলও এতে যোগদান করে। মুক্তিযোদ্ধারা সকাল ৯.৩৫ টার দিকে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ব্যাংকার সামনে নেমে জনতার সাথে মিশে যান। তারা দুই দলে বিভক্ত হয়ে কাজ করেন। আবদুল্লাহ-আল হারুন একটি গাড়ি হাইজ্যক করে নিরাপদ স্থানে রেখে দেন, যাতে কাজের পর নিরাপদে সরে যাওয়া যায়। এদিকে অপারেশন শুরু সংকেত পেয়ে মুক্তিযোদ্ধারা দারোয়ানকে কাবু করে, ভেতরে অস্ত্রের মুখে কর্মচারী কর্মকর্তাদের বসিয়ে রাখেন। মুক্তিযোদ্ধা ফজলুল হক ক্যাশ থেকে ২টি বাক্স নিয়ে দ্রুত চলে আসেন। তবে ব্যাংকের ভোল্টের দিকে কেউ নজর না দেওয়ায় মাত্র ১৭ হাজার টাকা হস্তগত হয়। এ অপারেশনে আরো অংশগ্রহণ করেছিলেন এনামুল হক দানু, সফিউল হক বশর, আজিজ, মনিসহ মোট ৭ জন মুক্তিযোদ্ধা।
[৫৯৭] কে.এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত