You dont have javascript enabled! Please enable it! 1971.12.07 | আরকান রোডে পাকসেনাদের সাথে যুদ্ধ, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

আরকান রোডে পাকসেনাদের সাথে যুদ্ধ, চট্টগ্রাম

আরাকান রোড চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রামে যেতে প্রতিমধ্যে পড়ে। আরাকান রোডের গুরুত্বপূর্ণ সেতু রাখালিয়া ব্রিজ ধ্বংস করার জন্য ও যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য এই যুদ্ধ পরিচালনা করা হয়। তারিখটি হলো ডিসেম্বর মাসের ৪/৫। কমান্ডার শাহাজাহান ও সার্জেন্ট আলম ৮০/৮৫ জনের একটি দল নিয়ে এই যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযোদ্ধারা কয়েকটি ভাগে ভাগ হয়ে যান। লক্ষ্য ছিল রাখালিয়া ব্রিজ ধ্বংস, ইন্দ্রহল ব্রিজ ধ্বংস, আমুজহাটের কালর্ভাট ধ্বংস করার জন্যও কিছু গ্রুপ থাকবে সাহায্য করার জন্য। আবুল হোসেন গ্রুপ ৫ তারিখ সকাল ৮ টায় দেখেন নয়ার হাটের আরাকান রোডের উপর কয়েকজন পাকসেনা একটি জিপে করে আসছে। আওতায় এলে মুক্তিযোদ্ধারা গাড়িটির উপর গুলিবর্ষণ করেন, এতে পাকবাহিনী না পেরে আত্মসমর্পণ করে। তারপর আর ৯টার দিকে রাখালিয়া বিজ্র ধ্বংস করা হয়। আরেকটি গ্রুপ ৭ ডিসেম্বর কমলমুন্সীর হাটে পাকসেনাদের উপর আক্রমণ করে, এতে দুজন পাকসেনা মারা যায়। অন্যদিকে ৭ ডিসেম্বর কমান্ডার হাবিব অমুরহাটে কালভার্ট ধ্বংস করেন। ৮ তারিখে পাকসেনাদের একটি গাড়ি এখানে আসলে তাদের উপর গুলিবর্ষণ করা হয়। ইতোমদ্ধে আরেকটি গাড়ি আসলে মুক্তিযোদ্ধারা না পেরে ক্রলিং করে ধান ক্ষেতের মধ্যে দিয়ে নিরাপদ স্থানে চলে যান। এটি একটি সফল অভিযান হিসেবে পরিগণিত হয়।
[৫৯৭] কে. এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত