আরাকান সড়কে নগরপাড়া ব্রিজ অভিযান, চটট্টগ্রাম
চন্দনাইস থানা সদর থেকে ২ কিলোমিটার পূর্ব-উত্তর দিকে দোহাজারী রেললাইন। এখান থেকে আধাকিলোমিটার দক্ষিণ-পশ্চিমের চত্তগ্রাম-কক্সবাজার সড়কের নগরপাড়া গ্রামের মাঝামাঝি এই ব্রিজের অবস্থান।মেজর আবুর কাসেম নেতৃত্বে, জয়নুল আবেদনী, জব্বার, হাবিবুর রহমান, হারুন আল জাফর, কাইয়ুম চৌধুরী, আব্দুল মালেক, মুজাহারুল হক, আবুল মঞ্জুর, ও আলমগীর সহ ১০/১২ জনের ১টি গেরিলা দল এই অভিযান পরিচালনা করেন। আনুমানিক রাত ১২ টায় রওনা দিয়ে ৩ কিলোমিটার পায়ে হেঁটে নগরপাড়া ব্রিজের দিকে অগ্রসর হন তাহারা আরো ৩ কিলোমিটার হাঁটার পর জোয়ার হিন্দুপাড়া পার হয়ে ৩.৩০ মিনিটের দিকে ৫০/৬০ গজ দূরে ব্রিজের পশ্চিম দিকে অবস্থান নেন। এক দল ব্রিজের আশেপাশের অবস্থান পর্যবেক্ষণ করে সংকেত দেন অগ্রসর হবার। অন্যরা তখন ব্রিজের উপর চলে যান। এরপর দ্রুত এক্সপ্লোসিভ বের করে ব্রিজের পাতাটনের উপর স্থাপন করেন ও ডেটোনেটর ও ফিউজ এর সংযোগ দেন। এর পর তারা ৮/১০ গজ দূরে অবস্থান করেন। তারা আগুন লাগিয়ে দেন ফিউজে, কিছুক্ষণ পর ব্রিজটি ধ্বসে পড়ে। মুক্তিযোদ্ধারা উত্তরের রাস্তা ধরে বড়ুয়াপাড়া আশ্রয় কেন্দ্রে প্রত্যবর্তন করেন।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত