আব্দুল ওয়াহিদ, ক্যাপ্টেন (৩০ এফ এফ, পিএসএস- ৮৪৬৪)
স্থানঃ ঢাকা। অভিযোগঃ ২৫ মার্চ রাতে ঢাকা শহরে বর্বর পাকবাহিনীর যে সমস্ত সদস্য নিরীহ জনগণের উপর হামলা চালিয়ে খুন, লুটতরাজ, অগ্নিসংযোগসহ বিভিন্ন দুস্কর্ম সংঘটিত করে তাঁদের মধ্যে ৩৩ এফএফ- এর ক্যাপ্টেন আব্দুল ওয়াহিদ একজন।
২৫ মার্চ রাতে নিরীহ বাঙালীর ওপর হামলা চালিয়ে নৃশংস হত্যাযজ্ঞে অংশগ্রহণ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ক্যাপ্টেন আব্দুল ওয়াহিদ ও তার সহযোগীদের অভিযুক্ত করা যায়।
[১৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত