You dont have javascript enabled! Please enable it!

আবু তোরাব বাজারে পাকসেনাদের উপর আক্রমণ, চট্টগ্রাম

আবু তোরাব বাজারটি ঢাকা-চট্টগ্রাম গ্রান্ড ট্যাংক রোদের ওপর বারতাকিয়া বাজার হতে পশ্চিম দিকে মাইল দূরে অবস্থিত। ’৭১ এর ১৪ জুলাই হানাদার বাহিনী এখানে আক্রমণ করে। সকাল ১১টার দিকে কমান্ডার আবু তোরাব নিজে পর্যবেক্ষণ দেখতে পান ১৪-১৫ জনের পাকসেনার টহল। তিনি ১টি গ্রেনেড নিয়ে বাজারের পূর্বপার্শ্বে ভোজন সওদাগরের চায়ের দোকানের কোনে নিজেকে আড়াল করে দাঁড়ান। বেলা ১২ টার দিকে পাক সেনা পেট্রোলটি তার অবস্থান থেকে ৫০ গজ দূরে এসে উপস্থিত হলে তিনি প্রস্তুতি নেন। যখন কমান্ডারের আওতার মধ্যে তারা এসে যায়, তখন তাঁদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়েই বাজারের পশ্চিম দিকের রাস্তা ধরে নিজের ক্যাম্প গিয়ে ওঠেন। এই গ্রেনেড নিক্ষেপে দুইজন পাকসেনা নিহত হয় ও কয়েকজন আহত হয়।
[৫৯৭] কে. এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!