You dont have javascript enabled! Please enable it!

আটপাড়া থানা আক্রমণ, নেত্রকোনা

আটপাড়া ময়মনসিংহ জেলার সাবেক নেত্রকোনা মহকুমা বর্তমানে নেত্রকোনা জেলার একটি থানা। জেলা সদর থেকে আটপাড়া থানা ১০-১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পাকবাহিনীর থানা এলাকায় স্থায়ী কোনো অবস্থান ছিল না। মাঝে মাঝে দিনের বেলায় সেনাবাহিনীর টহল দিয়ে রাতে নেত্রকোনা মহকুমা সদরে ফিরে যেত। মহকুমা সদরেই ছিল পাকবাহিনীর নিয়মিত অবস্থান। তবে থানার নিরাপত্তার জন্য রাজাকার বাহিনীর অবস্থান ছিল।
১৯ শে আগস্ট নাজমুল হকের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা আতপাড়া থানা আক্রমণ করে। আকস্মিক এই আক্রমণে বেশ কয়েকজন নিহত হয় এবং অন্যরা অবস্থান ছেড়ে পালিয়ে যায়। থানার ওসি মুক্তিযোদ্ধার কাছে আত্নসমর্পণ করে। মুক্তিবাহিনী থানা থেকে ২০/২১ টি রাইফেল হস্তগত করে।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন-নাজমুল হক, আব্দুস সালাম, বাবু মান্নান, জাবেদ আলী, আবদুল খালেক, রিয়াজ উদ্দিন, শামসুল আলম, রতন চন্দ্র দাস, আব্দুস সালাম, শামছুল আলম, আবদুর রশিদ, আবুল কাশেম, ইব্রাহিম খলিল, এ কে এম মতিউর রহমান, ফজলুল হক, মোজাফফর আহম্মেদ, সুবেদার মাহাতাব উদ্দিন খান, আবদুল জাব্বার, হাবিবুর রহমান, মাহফুজুল ইসলাম খান, ইয়াহিয়া খান, আবদুর রহিম, আয়নাল হক, আবদুল হাই আকন্দ, জাহান আলী, নজরুল ইসলাম, মহিউওদ্দিন আহমেদ, রহিম খান, আলী আজম প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!