You dont have javascript enabled! Please enable it! 1971.03.25 | আতাউর রহমান খান খাদিম - সংগ্রামের নোটবুক

আতাউর রহমান খান খাদিম

ত্রিপুরার (চাঁদপুর) খড়মপুর গ্রামে ১লা ফেব্রুয়ারী ১৯৩৩ সনে জন্মগ্রহণ করেন। বাবা দৌলত আহমেদ খান খাদিম। ব্রাক্ষণবাড়িয়া জর্জ এইচ ই স্কুল থেকে প্রবেশিকা (১৯৪৮) এবং ঢাকা কলেজ থেকে আই.এস.সি (১৯৫০) পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় বি.এস.সি অনার্স (১৯৫৩) এবং এম.এস.সি. (১৯৫৪) ডিগ্রি লাভ করেন। কিছুদিন ফিলিপস কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন। পশ্চিম জার্মানীর গেটিনজেন বিশ্ববিদ্যালয়ে থিওরিটিক্যাল ফিজিক্স বিষয়ে পড়াশোনা করেন (১৯৫৯-১৯৬০)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিওরিটিক্যাল ফিজিক্স বিষয়ে পড়াশুনা করেন (১৯৫৯-১৯৬)। ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের পদার্থবিজ্ঞান বিভাগের লেকচারার পদে যোগ দিন। বর্বর পাকবাহিনীর হাতে ২৫ মার্চের রাতে শহীদুল্লাহ হলের শিক্ষকদের বাসভবনে নিহত হন।
[১] সংকলন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত