আদমজী পাওয়ার হাউজ অপারেশন, নারায়ণগঞ্জ
মোঃ গিয়াসউদ্দিনের (নারায়ণগঞ্জ) নেতৃত্বে সোনারগাঁ থানার বারদী ইউনিয়নের গ্রুপ কমান্ডার নূর মোহাম্মদ মিয়ার গ্রুপ, কাচপুর ইউনিয়নের মহিউদ্দিন মাহির গ্রুপ, সোলায়মান ভূঁইয়ার গ্রুপ (জামপুর), আরো কয়েকটি গ্রুপ একত্র হয়ে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা দিয়ে আদমজী পাওয়ার হাউজে যায়। তারা পাকআর্মিদের গুলি জবাবে গুলি করতে করতে সামনে অগ্রসর হয়। কয়েক ঘন্টা পাকআর্মিদের সঙ্গে গোলাগুলি হয়। তোফাজ্জল নামে এক মুক্তিযোদ্ধা পাকআর্মির গুলিতে শহীদ হন। মুক্তিযোদ্ধারা পাঁচজন পাকসেনা মারেন। এদের মধ্যে একজন শীতলক্ষ্যা নদীর পাড়ে এনে গ্রামবাসীকে দেখিয়ে হত্যা করেন।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত