আদমদীঘির অভিযান, বগুড়া
বগুড়া জেলার একটি উন্নত থানা হলো আদমদীঘি। পাকবাহিনী এই থানা নিয়ন্ত্রণের জন্য এখানে একটি ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্পে রাজাকারদের মদদে পাকবাহিনী মুক্তিবাহিনী সদস্য সন্দেহে এলাকার নিরীহ মানুষের উপর অমানুষিক নির্যাতন চালাত এবং তাদের হত্যা করা হত। তাই মুক্তিবাহিনীর সদস্যরা এই ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৯৭১ সালের ১১ ডিসেম্বর জনাব মোঃ মোজাফফর হোসেন, মোঃ আঃ হামিদ, আজমাদ হোসেন, এল,কে আবুল হোসেন, আব্বাস আলী ও মোঃ সোলায়মানের নেতৃত্বে ৭০ জনের একটি মুক্তিযোদ্ধার দল আনুমানিক ১১.৩০ টার সময় ক্যাম্পের উত্তর ও পূর্ব দিকে অবস্থান নেয়। অবস্থান গ্রহণের পর মুক্তিযোদ্ধারা ক্যাম্প লক্ষ্য করে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু করে। পাকবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট গুলিবিনিময়ের পর পাকসেনারা ক্যাম্পটি ছেড়ে সান্তাহারে চলে যায়। এই অভিযানে রাজাকাররা আত্মসমর্পণ করে এবং বাকীরা পালিয়ে যায়। এই যুদ্ধে উভয় পক্ষের কেউ হতাহত হয়নি।
[৫৯৭] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত