You dont have javascript enabled! Please enable it! আজমীরীগঞ্জ শেরপুর নদীপথ আক্রমণ, হবিগঞ্জ - সংগ্রামের নোটবুক

আজমীরীগঞ্জ শেরপুর নদীপথ আক্রমণ, হবিগঞ্জ

আজমীরীগঞ্জ থানা আক্রমণের পর আজমীরীগঞ্জ শেরপুর নদীপথে পাকিস্তানী মিলিশিয়া ও রাজাকারদের আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন ছালেহ চৌধুরী। বৃষ্টির কারণে এ অভিযানটি সফল হয়নি। ছালেহ চৌধুরী নতুন পরিকল্পনা গ্রহণ করে আবদুল মজিদের নেতৃত্ব ছয়জন মুক্তিযোদ্ধা নিয়ে রাজাকারদের ঘাঁটির দিকে অগ্রসর হন। রাজাকাররা পূর্ব থেকে ছালেক চৌধুরীর বাহিনীর প্রতি তীক্ষ্ণ নজর রাখছিল, তাই গন্তব্যস্থলে পৌঁছার পূর্বেই রাজাকারদের মুখোমুখি হতে হয়। চরম প্রতিকূলতার মধ্যেও অসীম সাহসিকতার সাথে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের পর রাজাকার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে মজিদ, রামনাথ ও জয়নুল আবেদীন সাহসী ভূমিকা রাখেন।
[৬৩] মাহফুজুর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত