আজিজ মার্কেটের জুট-কোঅপারেটিভ প্রতিষ্ঠানের পাটের গুদাম ধ্বংস, নারায়ণগঞ্জ
পাকিস্তানিদের অর্থনৈতিকে পর্যুদস্ত করার জন্য ২২ সেপ্টেম্বর ১৯৭১ সালের রাত ৮টা ২০ মিনিটে আলী হোসেনের নেতৃত্বে খোরশেদ আলম, কামাল হোসেন, আয়েত আলী গাজী, বদিউল আলম, মহিউদ্দিন মোল্লা, মফিজ উদ্দিন, এহসান কবির রঞ্জন, জয়নাল আবেদীন, আব্দুল মতিন, হামিদ মোল্লা, ফজলুল হক, আক্কাস প্রমুখ নারায়ণগঞ্জের আজিম মার্কেটের কর্পোরেট প্রতিষ্ঠানের পাটের গুদামে আগুন ধরিয়ে দেন। ঐদিনই রাত ১টা ৩০ মিনিটে মুক্তিযোদ্ধারা একজন গুপ্তচর ধরে। তার কাছে ক্যান্টনমেন্ট থানার টেলিফোন নাম্বার পাওয়া গেলে সেখানেই তাঁকে হত্যা করা হয়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত