You dont have javascript enabled! Please enable it!

আজিমনগর মুক্তিযোদ্ধা ক্যাম্পে পাকবাহিনী আক্রমণ, মানিকগঞ্জ

আজিমনগর গ্রামটি মানিকগঞ্জ জেলা সদর থেকে দক্ষিণে হরিরামপুর থানাধীন পদ্মা নদীর তীরে অবস্থিত। ২৪ সেপ্টেম্বর পাকসেনারা বোট, লঞ্চ ও হেলিকাপ্টার-যোগে আজিমনগর মুক্তিযোদ্ধা গ্রামে আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শত্রুদের প্রতিহত করতে শুরু করে। এ যুদ্ধে অধ্যক্ষ আঃরউফ মাহফুজ, জানু, মোক্তার খান, বরকত আলীসহ ২০০ জনের মত মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত