আজিম মার্কেটের জেলেপাড়া ব্রিজ অপারেশন, নারায়ণগঞ্জ
পাকসেনাদের যোগযোগ বিচ্ছিন্ন করার জন্য ২৬ জুলাই রাত ১১টা ৫ মিনিটে খোরশেদ আলমের নেতৃত্বে আলী হোসেন, আব্দুল মতিন, এহসান কবীর রঞ্জন, রোশন আলী, আলী আক্কাস জালকুড়ি গ্রাম হতে নারায়ণগঞ্জের আজিম মার্কেটের জেলে পাড়া ব্রিজের সামনে অবস্থান নেয়। দুটি ভাগ হয়ে একভাগ ব্রিজের পিলারে এক্সপ্লোসিভ লাগিয়ে ডোটোনেটর ফিট করে অন্যভাগ তাঁদের কভার দেয়, মুক্তিযোদ্ধারা ফিউজে আগুন লাগিয়ে দিলে ব্রিজটি উড়ে যায়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত