আটগ্রাম ডাকবাংলার যুদ্ধ, জকিগঞ্জ, সিলেট
আটগ্রাম ডাকবাংলার যুদ্ধ জকিগঞ্জ থানার ৩ নং কাজল সাহ ইউনিয়নের অন্তর্গত সীমান্ত এলাকায় গ্রাম, এখানে পাকিস্তানিদের একটি ডাকবাংলোয় ক্যাম্প থাকায় তা আক্রমণ করার জন্য সেপ্টেম্বর মাসে একটি অপারেশনের পরিকল্পনা করা হয়। এতে অংশ নেয় জালালপুর সাব-সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদী, আশরাফুল হক, আব্দুল জলিল ৩টি প্লাটুন, ২২ সেপ্টেম্বর রাত চারটায় আক্রমণ করে উভয় পক্ষে ৩ ঘন্টা যুদ্ধে ১৮ জন পাকসেনা মারা যায় বাকিরা পালিয়ে যায়। এর জন্য জীবন দিতে হয় ৮ জন মুক্তিবাহিনী ও ৭ জন আহত হয়। এদের নাম জানা সম্বব হয়নি।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত