আটগ্রাম মসজিদ অপারেশন, জকিগঞ্জ, সিলেট
জকিগঞ্জের একটি গুরুত্বপূর্ণ স্থান আটগ্রাম। যার অবস্থান সিলেটের উত্তর-পূর্বে জকিগঞ্জ থানায়। আটগ্রামের মসজিদে পাকিস্তানিরা একটা ঘাঁটি গড়ে তোলে। আর এই ঘাঁটি ধ্বংস করার জন্য ৪নং সেক্টরের অধিনায়ক মাহবুবুর রহমান সাদী একটি অপারেশন পরিকল্পনা করে। এই অপারেশনে নেতৃত্ব দেন মনির আর অস্ত্র, গোলা দিয়ে সাহায্য করে ভারতীয় নাতানপুর বি এস এফ ফাঁড়ি। ২৯ জুন গভীর রাতে মুক্তিবাহিনী ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে সুরমা নদী পার হয়ে মসজিদের সামনে গিয়ে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধা মনির এর নেতৃত্ব দলটি পাকিস্তানিদের বিতাড়িত করার জন্য ফায়ার করে। প্রচণ্ড যুদ্ধ শুরু হয় উভয়ের মধ্যে। কিন্তু মুক্তিযোদ্ধাদের গতি স্তব্দ করার শক্তি শত্রুর ছিল না। তাই তারা পালিয়ে যায়। আর দুজন পাঠান সৈন্য বাঙ্কার থেকে জীবিত ধরে ফেলে মুক্তিযোদ্ধারা। আর এভাবে সফল হয় অপারেশন।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত