আটঘারিয়া থানা-খিদিরপুর যুদ্ধ, পাবনা
আটঘারিয়া থানার খিদিরপুর গ্রাম পাবনা জেলায় অবস্থিত। আতঘারিয়া থানার খিদিরপুর গ্রামে রাজাকারদের ক্যাম্প ছিল। মুক্তিযোদ্ধারা এই ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করে। ১৯৭১ সালে ৬ নভেম্বর মুক্তিযোদ্ধারা রেকিতে যাবার আগে জানতে পারে যে, পাকসেনা ও রাজাকারদের দল খিদিরপুর গ্রাম ও পার্শ্ববর্তী নদীর পাশ দিয়ে আম্বুশ অবস্থানে আছে। তখন মুক্তিযোদ্ধারা গ্রামের মানুষের সহযোগিতায় তাদের অপর প্রতি আক্রমণ রচনা করেন। এতে পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ শুরু হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে স্বল্প ও হালকা অস্ত্র থাকায় পাকবাহিনীর ভারী অস্ত্রের (মেশিনগান, মর্টার, চাইনিজ রাইফেল) কাছে টিকতে না পেরে পিছনের দিকে চলে আস্তে বাধ্য হলেও তারা পাক হানাদার বাহিনীর প্রচুর ক্ষতি সাধন করেছিল। এ যুদ্ধে ৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন, ৩ জন আহত হয় এবং অনেক পাকসেনা নিহত হয়।
[৫৯৭] চাঁদ সুলতান কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত