শোভনা গণহত্যা (১০ সেপ্টেম্বর ১৯৭১)
পাতিবুনিয়া গণহত্যার কিছুদিন পরে রাজাকার ও পাকিস্তানি সেনা শোভনার চারপাশ দিয়ে ভদ্রা, ঘ্যাংরাইল ও ঝিলা নদীর বিভিন্ন শাখা দিয়ে স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত হয়ে শোভনায় আক্রমণ করে। সেদিন সম্ভবত তাদের ব্যাপক কোনো অভিযানের পরিকল্পনা ছিল। কিন্তু রাস্তা কর্দমাক্ত থাকায় পাকিস্তানি সেনারা বেশিদূর অগ্রসর হতে পারেনি। গ্রামের বিভিন্ন স্থানে এবং পার্শ্ববর্তী ভদ্রদিয়া গ্রামে এদিন তারা অনেকগুলো বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শোভনা গণহত্যায় মোট তেতাল্লিশ জন নিহত হয়েছিলেন বলে জানা যায়।২২১
……………………………………………………
২২১. সাক্ষাৎকার, বিপ্লবী কামাক্ষ্যাপ্রসাদ রায় চৌধুরী (ভদ্রদিয়া, ডুমুরিয়া), ২৭ জুলাই ২০১৪।
……………………………………………………
সূত্র: একাত্তরে খুলনা মানবিক বিপর্যয়ের ইতিহাস- দিব্যদ্যুতি সরকার