You dont have javascript enabled! Please enable it! 1971.04.06 | ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয় - সংগ্রামের নোটবুক

৬ এপ্রিল ১৯৭১ঃ ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়

ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশে গৃহযুদ্ধ বন্ধ করার বিষয়ে ব্রিটিশ সরকারকে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে যে প্রস্তাব গ্রহন করা হয় তাতে ১৬০ জন সদস্য সমর্থন জ্ঞাপন করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এলেক ডগলাস হিউম পার্লামেন্টে বলেন তার দেশ রাজনৈতিক মতবিরোধ আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতিপূর্বে ইয়াহিয়া খানকে বলেছেন। আলোচনা ভেঙ্গে যাওয়ায় এবং সামরিক বল প্রয়োগ করায় হিউম দুঃখ প্রকাশ করেন এবং সংঘাত বন্ধে তিনি পুনরায় আলোচনা শুরুর তাগিদ দেন। বাংলাদেশের পক্ষে না বলায় ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান হিউমের সমালোচনা করে।