খলশি গণহত্যা (জুলাই-নভেম্বর ১৯৭১)
খলশি গ্রামটি ডুমুরিয়া ইউনিয়নের একটি গ্রাম। ডুমুরিয়া সদর থেকে এক কিলোমিটার উত্তরে গ্রামটির অবস্থান। ডুমুরিয়ার প্রখ্যাত কৃষক নেতা শেখ আবদুল মজিদের বাড়ি ছিল এই খলশি গ্রামে। তাঁর নেতৃত্বে ডুমুরিয়া ও পাশ্ববর্তী এলাকার রাজাকারদের বিরুদ্ধে শক্তিশালী একটি বাহিনী গড়ে উঠেছিল। ফলে রাজাকাররা সর্বদা শেখ আবদুল মজিদকে হত্যা করার চেষ্টা করতো।
উত্তর ডুমুরিয়া এবং গুটুদিয়া ইউনিয়নের কোমলপুরের রাজাকাররা একাধিকবার খলশি গ্রামে আক্রমণ চালিয়ে বেশ কয়েকটি গণহত্যা ঘটায়। পাকিস্তানি সেনারাও এই গ্রামে আক্রমণ করে গণহত্যা ও অগ্নিসংযোগ করেছিল। ১৯৭১ সালের জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই গ্রামে যারা রাজাকার বাহিনীর হাতে খুন হন, তাঁদের একটি অংশ ছিল মজিদ বাহিনীর সক্রিয় সমর্থক। অন্য একটি অংশ ছিল অরাজনৈতিক ব্যক্তিবর্গ। মূলত ব্যক্তিগত আক্রোশের কারণে এঁরা গণহত্যার শিকার হয়েছিলেন। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই ধারাবাহিক গণহত্যা চলে। এতে আনুমানিক প্রায় ৩০ জন ব্যক্তি প্রাণ হারান।
সূত্র: একাত্তরে খুলনা মানবিক বিপর্যয়ের ইতিহাস- দিব্যদ্যুতি সরকার