You dont have javascript enabled! Please enable it!

দুর্জনীমহল গণহত্যা (৭ মে ১৯৭১)

দুর্জনীমহল হলো রূপসা থানার আইচগাতি ইউনিয়নের একটি গ্রাম। ৭ মে ১৯৭১ তারিখে স্থানীয় শান্তি কমিটির কয়েকজন সদস্য এবং পাকিস্তানি সেনারা এই গ্রামে এক গণহত্যা ঘটায়।
৭ মে তারিখে সকালের দিকে হঠাৎ গ্রামের লোকজন জানতে পারে যে দুর্জনীমহলে মিলিটারি প্রবেশ করেছে। ফলে প্রাণভয়ে মানুষ ছোটাছুটি করতে থাকে; স্থানীয় লোকজন বেশিরভাগই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কিন্তু খুলনা শহর থেকে এখানে আশ্রয় নেওয়া কয়েকজন ব্যাংক কর্মকর্তা মিলিটারির সামনে পড়ে যান। জীবন রক্ষার জন্য আকুতি জানিয়েও তারা রক্ষা পাননি। পাকিস্তানি সেনারা অন্তত তিনজন ব্যাংক কর্মকর্তাকে এখানে হত্যা করে। এরপর তারা এলাকার বয়োবৃদ্ধ ব্যক্তি বেলফুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীদাস চক্রবর্তী এবং তার পুত্রকে একসাথে গুলি করে হত্যা করে। জানা গেছে, দুর্জনীমহল গ্রামের নওয়াব মীরের ছেলে সহিদ মীর এই খান সেনাদের এখানে নিয়ে এসেছিল এবং এই গণহত্যায় সহযোগিতা করেছিল।১০২
……………………………………………………
১০২. সাক্ষাৎকার, বাবর আলী, ২ ডিসেম্বর ২০০৪।
……………………………………………………

সূত্র: একাত্তরে খুলনা মানবিক বিপর্যয়ের ইতিহাস- দিব্যদ্যুতি সরকার

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!