You dont have javascript enabled! Please enable it! 1971.04.06 | বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধঃ রাজশাহী | সন্ধ্যা ৬-৭টার দিকে মুক্তিযোদ্ধারা রাজশাহী শহরে পাক বাহিনীর অবস্থানে আক্রমণ করে - সংগ্রামের নোটবুক

৬ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধঃ রাজশাহী

সন্ধ্যা ৬-৭টার দিকে মুক্তিযোদ্ধারা রাজশাহী শহরে পাক বাহিনীর অবস্থানে আক্রমণ করে। পাকবাহিনীর প্রবল গোলাবর্ষণ ও স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিবর্ষণের মুখে অদম্য সাহসী মুক্তিযোদ্ধারা সম্মুখে অগ্রসর হয় এবং শত্রুর ব্যুহ ভেদ করে শহরে ঢুকে। প্রায় চার ঘন্টা লড়াইয়ের পর রাজশাহী শত্রু মুক্ত হয় এবং মুক্তিযোদ্ধারা রাজশাহীর চতুর্দিকে প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলে। যুদ্ধে বেশ কয়েকজন পশ্চিম পাকিস্তানী সেনা হতাহত হয়। ক্যাপ্টেন গিয়াসের ইপিআর বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয়ে গঠিত বাহিনীর ৩০-৩৫ জন হতাহত হয়। রাজশাহী পুলিশ লাইনের সকল অস্র গিয়াসের বাহিনীর হস্তগত হয়। এখান থেকে ৩ হাজার অস্র ৩ লাখ গুলি উদ্ধার হয়। পাক বাহিনী তাদের অবস্থান আরও শক্তিশালী করে তাদের অবস্থানের চার পাশে মাইন পুতে রাখে এবং কাটা তারের বেড়া দেয়। এর পর থেকে রাজশাহীতে বিমান আক্রমন বৃদ্ধি পায়।