বিউটি বোডিং গণহত্যা, ঢাকা
পুরান ঢাকার ১নং শ্রীশ দাস লেনের ‘বিউটি বোডিং’ বাড়িটি আজ ইতিহাস। ১৯৫০ সালে শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা ‘বিউটি বোডিং’টি চালু করেন। প্রথম থেকেই এই বাড়িটি কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ সৃজনশীল মানুষের মিলন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। মুক্তিযুদ্ধের প্রাককালে এই বাড়িতে বসে অনেকেই রণাঙ্গনের কৌশল এঁটেছিল। ফলে খুব সহজেই বাড়িটি পাক সেনাদের নজরে পড়ে যায়। একারণে একাত্তরের ২৮ মার্চ সকালে পাক সেনা বাহিনী পুরো বিউটি বোডিং ঘিরে ফেলে এবং মালিক প্রহ্লাদ চন্দ্র সাহাসহ ১৭ জনকে নির্মমভাবে হত্যা করে মৃতদেহগুলো তুলে নিয়ে যায়। নিহতদের স্বজনরা আজো তাদের প্রিয়জনের লাশ খুঁজে পায়নি।
[৬১৮] হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত