বিত্তিপাড়া বধ্যভূমি, কুষ্টিয়া
যুদ্ধের মাঝামাঝি সময় পাকিস্তানি বাহিনী এ দেশের দোসরদের সহযোগিতায় কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজারের ইউনিয়ন পরিষদ অফিসে সেনা ক্যাম্প তৈরী করেছিল। কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার দূরে, ঝিনাইদহ যেতে মহাসড়কের পাশেই এ স্থানটি। পাকবাহিনী প্রতিদিন বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের এখানে ধরে নিয়ে আসত। তাদের হত্যা করে ক্যাম্পের চারপাশে মাটির নিচে, কাউকে অর্ধেক, কাউকে পুরো মাটিচাপা দিয়ে রাখত। কারও পা, কারও হাত বেরিয়ে থাকত। রাতের বেলা আশেপাশের মানুষ তাদের চিৎকার শুনতে পারত। কথিত আছে, পাক বাহিনী এখানে হাজারেরও অধিক মানুষকে মেরে পুতে রেখেছিল।
[৬৭৮] হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত