ভূঞাপুর ছাব্বিশা গ্রাম গণহত্যা, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে এ ছাব্বিশা গ্রাম। ১৯৭১ সালের ১৭ নভেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আল-বদররা ছাব্বিশা গ্রামে মুক্তিযোদ্ধাদের সাথে এক প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়। পাক বাহিনীর প্রচণ্ড আক্রমণে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ব্যুহ ভেঙে পড়লে পাক সেনারা ছাব্বিশা গ্রামে প্রবেশ করে এক নারকীয় হত্যাকাণ্ড চালায়। গুলি করে, বেয়নট দিয়ে খুঁচিয়ে গ্রামের ৩৮ জন নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে, আহত হয় অর্ধশতাধিক এবং প্রায় ৩শ’ ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে ছাব্বিশা গ্রামকে বিরান ভূমিতে পরিণত করে।
[৬৮০] হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত