রহনপুর বধ্যভূমি, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে বড় বধ্যভূমি রহনপুরে। জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে পূর্ণভবা নদী তীরে রহমনপুর রেলস্টেশন সংলগ্ন এ বধ্যভূমিটি। ১৯৭১ সালের এপ্রিল মাসে পাকিস্তানি সেনারা রহনপুর ও আশেপাশের এলাকা থেকে বাঙালিদের ধরে এনে এখানে হত্যা করত। শুধু তাই নয় আশেপাশের সকল নিহতদের এনে এখানে গণকবর দেয়া হতো।
[৬৭৭] রয়া মুনতাসীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত