রাউজান ঊনসত্তর পাড়া বধ্যভূমি, রাউজান, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামটি আজ ইতিহাসের এক অংশ। একাত্তরে ১৩ এপ্রিল সোমবার বিকেল আনুমানিক ৫ ঘটিকায় পাক বাহিনী কর্তৃক এক নিষ্ঠুর গণহত্যাযজ্ঞ সংঘটিত হয় এই ঊনসত্তর পাড়া সতীশ মহাজনের পুকুর পাড়ে। চোখ-হাত বেঁধে ৭০-এর অধিক বাঙালিকে নির্মমভাবে ব্রাশ ফায়ার করে হত্যার পর এখানে গণকবর দেয়া হয়। হানাদারদের উদ্যত অস্ত্রের মুখ থেকে বেঁচে যাওয়া কালিকুমার পাল সেই ঘটনার কথা বলেন- ‘হঠাৎ হৈ চৈ শব্দে মানুষের চিৎকার শুনে বাইরে কি ঘটছে তা জানার চেষ্টা করলাম। এমন সময় তিনজন পাকিস্তানি সেনা এসে আমাদের ধরে নিয়ে গেল সতীশ মহাজনের পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখলাম আমি ছাড়া আরোও অনেককেই জড়ো করা হয়েছে। তারপর ঘাতকদের নির্দেশে সবাই সারিবদ্ধভাবে দাঁড়ালাম। এক সময় ঘাতকরা ব্রাশ ফায়ার শুরু করে। মুহূর্তেই সবাই লুটিয়ে পড়ল। আমিও লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করলাম লাশের স্তুপের নিচে।
{৬১৬} হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত