You dont have javascript enabled! Please enable it! লালমনিরহাট গির্জা বধ্যভূমি | লালমনির হাট - সংগ্রামের নোটবুক

লালমনিরহাট গির্জা বধ্যভূমি, লালমনির হাট

কর্মসূত্রেই আসা ব্রিটিশ নাগরিকরা লালমনিরহাট শহরের স্টেশনের পার্শ্বে ছোট্ট একটি গির্জা গড়ে তোলে। দেশ বিভাগ হলে ব্রিটিশ এ বঙ্গ ছেড়ে চলে যায়। ফলে গির্জাঘরটি পরিত্যক্ত অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। কালক্রমে গির্জা ঘরটি নানাভাবে অপব্যবহার হতে থাকে। এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, চোর- ডাকাতের আস্তানা হিসেবে এমন কি নানা অসামাজিক কার্যকলাপও চলতো এই পবিত্র মন্দিরের অভ্যন্তরে। এক কথায় বলা যায় এটি পরিণত হয়েছিল দস্যুদের গহবরে। ১৯৭১ খ্রি. স্বাধীনতা যুদ্ধে পাকসেনারা শত শত বাঙ্গালি লোককে এ গির্জার মধ্যে গুলি করে হত্যা করেছে। আর তাও করেছে পবিত্র বেদীর উপরে লাইনে দাঁড় করিয়ে। এ অব্যবহৃত গির্জা ঘরেই পাক সেনাদের দ্বারা অনেক মা- বোন তাদের সর্বস্ব হারিয়ে নির্যাতিত হয়েছেন।
মিথুশিলাক মুরম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত