লৌহজং নদীর তীর বধ্যভূমি, মির্জাপুর সদর, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার এই বধ্যভূমিটি মির্জাপুর সদর থানার মির্জাপুর কুমুদিনী হাসপাতালের কাছে বহুল পরিচিত রণদা প্রসাদ সাহার বাড়ির ঠিক পশ্চিম পার্শ্বের সীমানা ঘেষে লৌহজং নদীর তীরে। স্থানীয় জনগণ জানান এলাকার রাজাকারদের ইশারায় সাত-আট জন নির্দোষ কর্মজীবী মানুষকে ধরে এনে পাক সেনাবাহিনীর ক্যাম্পে আটক রাখা হয় এবং একদিন পরে তাদের ব্রাশফায়ার করে হত্যা করে সেখানে মাটি চাপা দেয়া হয়।
{৬১৮} হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত