You dont have javascript enabled! Please enable it!

নগরগ্রাম গণকবর, মাদারগঞ্জ, জামালপুর

মুক্তিযুদ্ধ চলাকালীন সেপ্টেম্বর মাসের কোন একদিন পাক সেনাবাহিনীর একটি দল মাদারগঞ্জ উপজেলা সদর আক্রমণ করার লক্ষ্যে পথ ভুলে উপজেলার আদার ভিটা ইউনিয়নের নগর গ্রামের ভিতর ঢুকে পড়ে। এমতাবস্থায়, গ্রামের লোকজন তাদের দেখে ভয়ে পালাতে শুরু করে। সে সময় ঐ গ্রামের এক বাক প্রতিবন্ধী মেছের আলী, সেনাদের জিপ লক্ষ করে ইট ছুড়ে মারে। সাথে সাথে সেনারা জিপ থেকে নেমে মেছের আলীকে ধরে গাছের সাথে বেঁধে গুলি করে হত্যা করে। এ দৃশ্য দেখে গ্রামের কয়েকজন সাহসী যুবক এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ করলে সেনারা তাদের ওপর নির্বিচারে ব্রাশ ফায়ার করলে তারা মাটিতে লুটিতে পড়ে। ফলে গ্রামের অবশিষ্ট লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সেনারা যাবার আগে পুরো গ্রামে লুটপাট ও অগ্নি সংযোগের মত ঘটনা ঘটায়। ঘটনার দুই-তিন পর অন্য গ্রাম থেকে লোকজন এসে ছয়জন শহীদের লাশ একটি ডোবা থেকে তুলে রাস্তার পাশে গণকবর দেয়। কিন্তু আজ এই গণ কবরের ওপর নির্মিত হয়েছে পাকা সড়ক। ফলে শহীদদের এই গণ কবরটি পাকা রাস্তার নিচে চাপা পড়ে আছে।
{৬১৩} হাসিনা আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!