পিটিআই বধ্যভূমি, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার পিটিআই ক্যাম্পাস শহরের একমাত্র বধ্যভূমি। এখানে পাকিস্তানি সেনাবাহিনী শহরের বিভিন্ন স্থান থেকে মুক্তিযুদ্ধের পক্ষের এবং সাধারণ নিরীহ মানুষকে ধরে এনে হত্যা করে সেই সঙ্গে ক্যাম্পাসকে পাকবাহিনী নির্যাতন কেন্দ্র হিসেবেও ব্যবহার করে। মুক্তিযুদ্ধের পর সেখানে অনেক মা বোনের পরনের কাপড়, চুল এবং অসংখ্য নরকঙ্কাল পাওয়া গেছে।
{৬৩৪} মঞ্জুমা সেলিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত