You dont have javascript enabled! Please enable it! 1971.12.15 | বহলা গ্রামের গণহত্যা | রাজশাহী - সংগ্রামের নোটবুক

বহলা গ্রামের গণহত্যা, রাজশাহী

বহলা, রাজশাহী জেলার বিরল থানার একটি গ্রাম। পাঞ্জাবি পাক-সেনারা শান্তি কমিটির চেয়ারম্যান ও তার সহযোগিদের নিয়ে বিরল থানার বিভিন্ন গ্রামে বেশ কয়েকবারই হামলা চালিয়েছে। গ্রামগুলোতে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। হানা দেয়ার ধারাবাহিকতার এক পর্যায়ে ১৫ ডিসেম্বর বেলা পৌনে ১টার দিকে শান্তি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে সাথে নিয়ে ঝাঁকে ঝাঁকে খান সেনারা বহলা গ্রামে প্রবেশ করে। যাকেই কাছে পেয়েছে তাদেরকে এক কাতারে লাইনে দাঁড় করানো হয়। হুংকার দিয়ে খান সেনারা বলতে শুরু করে ‘মুক্তি কা বাচ্চা কাঁহা, বাতাও। জবাব দো, নেহিতো সবকো মার ডালেঙ্গা। ক্রদ্ধ সেনারা চায়নিজ আটামেটিক রাইফেলের সাহায্যে এক নিমোষ কাতারে বন্দী বৃদ্ধ-বৃদ্ধা, রমনী, শিশু, কৃষক- কৃষানীসহ ৪৬ জন বহলাবাসীকে হত্যা করে। সেদিন এসব গ্রামবাসীদের কবর দেয়ার কেউ ছিল না। পরের দিন মুক্তিযোদ্ধা ও পাশের গ্রামের লোকজন মিলে বহলার এই ৪৬ জনের গণকবর দেয়া হয়। এই গণকবরের পাশে এখন একটি মক্তব গড়ে তোলা হয়েছে।
{৬৩৫} হাসিনা আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত