খালিশপুর মুন্সিবাড়ি গণহত্যা, খুলনা
একাত্তরে খালিশপুর আওয়ামী লীগের সভাপতি ছিলেন মুন্সি সিদ্দিকুর রহমান। তাঁর বাড়িটি ছিল খুলনা-যশোর রোড ও রেললাইনের গা ঘেঁষে। ওই বাড়িটি প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হওয়ায় একাত্তরের ৭ এপ্রিল ওই বাড়িতে সেনারা হামলে পড়ে। সঙ্গে ছিল বিহারিরা। তারা বাড়িতে এসে মুন্সি সাহেবকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে তারা সেদিন ওই বাড়িটির ১২ পুরুষ সদস্যকে হত্যা করে।
[৬৪৩] গৌরাঙ্গ নন্দী
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত