You dont have javascript enabled! Please enable it! 1971.04.15 | তেতুঁলতলা ফার্ম গণহত্যা, পীরগঞ্জ | ঠাকুরগাঁও - সংগ্রামের নোটবুক

তেতুঁলতলা ফার্ম গণহত্যা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও

একাত্তর সালে ঠাকুরগাও ছিল একটি মহকুমা। অন্যান্য এলাকার ন্যায় ঠাকুরগাঁওবাসীও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পাক সেনাবাহিনীর বিরুদ্ধে গড়ে তোলে দুর্বার প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত ১৫ এপ্রিল ঠাকুরগাঁও পাক বাহিনীর দখলে চলে যায়। পাক বাহিনী ও তার দোসররা জেলার বিভিন্ন স্থানে হত্যা, নির্যাতন, লুট-পাট আর বাড়ি-ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটাতে থাকে। এরই এক পর্যায়ে জেলার পীরগঞ্জ উপজেলার সাতজন রাজনৈতিক নেতাকে ধরে এনে পীরগঞ্জ ঠাকুরগাঁও পাকা সড়কের তেতুলতলা ফার্মে নিষ্ঠুরভাবে হত্যা করে। শহীদের মধ্যে পীরগঞ্জের অধ্যাপক গোলাম মোস্তফা স্মরণে বাংলাদেশ ডাক বিভাগ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে।
[৬১৭] হাসিনা আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত