You dont have javascript enabled! Please enable it!

ধাপঢুপ বধ্যভূমি, পঞ্চগড়

ধাপঢুপ বধ্যভূমিটি পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে একাত্তরের এপ্রিল মাসের এক শত্রুবার ঠাকুরগাঁও সদর থানার জাঠিভাঙ্গা বাজারের কাছে পাথরাজ নদী তীরে এসে জড়ো হয়ে প্রায় দুই হাজার হিন্দু পরিবার। প্রাণের ভয়ে ঘরবাড়ি ফেলে তারা এসেছিল জাঠিভাঙ্গা বাজারে উদ্দেশ্য নিরাপদ আশ্রয়। কিন্তু এদেশীয় রাজাকার, আল-বদরদের সহায়তায় পাকিস্তানি হানাদারদের হিংস্র থাবায় এক নিমেষের হত্যাযজ্ঞে নিভে গেল আশ্রয় নিতে আসা অসংখ্য নিরাপরাধ মানুষের প্রাণ। যারা পালিয়ে প্রাণ-রক্ষা করতে চেয়েছিল তাদের বোদা উপজেলার পাঁচনীর ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে ধরে আনা হয় ধাপঢুপ বিলে। তাদেরসহ আশেপাশের গ্রামের প্রায় তিনশ’ হিন্দু পরিবারের সদস্যদের দিনের বেলায় ধারাল অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পর থেকে এলাকাটি ধাপঢুপ বধ্যভূমি নামে পরিচিতি পায়।
[৬২১] আতাউর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত