ধোপখোলা গণহত্যা ও বধ্যভূমি, যশোর
পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরের ৭ মে যশোর সদর উপজেলার ধোপখোলা ও পার্শ্ববর্তী তেঘরিয়া গ্রামে হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করে। এদের মাঝে ১৭ জনকে ধোপখোলা গ্রামের বধ্যভূমিতে গণকবর দেয়া হয়। বধ্যভূমির স্মৃতিফলকে ৩১ জন শহীদের নামের তালিকা লিপিবদ্ধ করে রাখা হয়েছে।
{৬১১} হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত