You dont have javascript enabled! Please enable it! 1971.07.26 | হোসনাবাদ তহশিল বধ্যভূমি | কুষ্টিয়া - সংগ্রামের নোটবুক

হোসনাবাদ তহশিল বধ্যভূমি, কুষ্টিয়া

২৬ জুলাই পাকিস্তানিরা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোসনাবাদ তহসিল অফিসে ক্যাম্প স্থাপন করে। ওই দিনই পাশের বাজুমারা গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদারদের গেরিলা যুদ্ধ হয়। যুদ্ধে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়। পরাজিত সেনারা ক্যাম্পে ফেরার পথে ফিলিপনগর, সাদিপুর, বাহিরমাদি ও বৈরাগীর চর গ্রামের ২০ থেকে ২৫ জন মুক্তিযোদ্ধা, গ্রামবাসী ও পথচারীকে ধরে ক্যাম্পে নিয়ে আসে এবং গুলি করে হত্যা করে। সেখানে যাঁরা শহীদ হন তাঁরা হলেন মুক্তিযোদ্ধা শওকত আলী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা আজিজুল হক, ইমান আলী, ইদ্রিস আলী, নুর মোহাম্মদ প্রমুখ।
[৩৬৯] তারিকুল হক তারিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত