কাঁঠালবাড়ি গণহত্যা, কুড়িগ্রাম
১৯৭১ সালের ৯ জুন কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজার ও তার আশেপাশের ছয়টি গ্রামে পাক সেনাবাহিনীর সদস্যরা ৩৫ জন নিরীহ-নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা হতে জানা যায় পাকবাহিনী সে দিন কাঁঠালবাড়ি বাজারের তিন দিক থেকে অতর্কিত আক্রমণ করে। এই সময় তারা বাজারের শতাধিক দোকান এবং শিবরাম, সর্দারপাড়া, সন্নাসীপাড়া, ফকিরপাড়া, প্রমানিকটার ও খামার গ্রামের পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। বাজারসহ এর আশপাশের ছয় গ্রামের ৩৫ জনকে পাক সেনারা হত্যা করেছিল।
[৬৭৮] হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত