You dont have javascript enabled! Please enable it!

কাশিমপুর গণহত্যা, চান্দিনা, কুমিল্লা

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন এক সময়ে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাহিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের পশ্চিম পাড়ায় পার্শ্ববর্তী জোড়পুকুরিয়া গ্রামের রাজাকার আব্দুর রহিমের নেতৃত্বে দেড়শতাধিক পাকিস্তানি সৈন্যের একটি বাহিনী আক্রমণ চালায়। ৮০টির বেশি ঘর-বাড়ি পুড়িয়ে দিয়ে গ্রামের আট জনকে একের পর এক হত্যা করে। হানাদার বাহিনী চলে যাওয়ার পর আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়ে এলাকাবাসী। আবার অনেকে পালিয়ে যায়। সেই বিভীষিকাময় রাতে এলাকাবাসী নিহত আট জনকে দুটি গণকবর খুঁড়ে পুতে রাখে।
{৬১৩} হাসিনা আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত