You dont have javascript enabled! Please enable it! হর্টিকালচার সেন্টার বধ্যভূমি | যশোর - সংগ্রামের নোটবুক

হর্টিকালচার সেন্টার বধ্যভূমি, যশোর

সেনানিবাসের পাশে হর্টিকালচার সেন্টার ছিল ‘৭১-এর বধ্যভূমি। বিহারি এবং পাঞ্জাবিরা এখানে এনে হত্যা করত নিরীহ বাঙালিদের। ডাকাতিয়া গ্রামের সরকারি কর্মচারী সাহাবুদ্দিন, সফিউদ্দিন আহমেদ, জহুরুল ইসলাম, ইজ্জত আলী ও আবুল হোসেনকে ধরে এনে তাঁদের খোঁড়া গর্তেই হত্যা করে মাটিচাপা দেয়া হয়। হর্টিকালচার সেন্টারের মালী তাজউদ্দিন (৫০) জানান, ৪-৫ বছর আগে বাগানে কাজ করার সময় তিনি মাথার খুলি পান। পরে সেটা কবর দিয়ে আসেন।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত