হালিশহর নাথপাড়া গণহত্যা, চট্টগ্রাম
চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে নাথ পাড়ায় ‘৭১ সালের ৩১ মার্চ একটি পরিকল্পিত গণহত্যা ঘটানো হয়। পাকিস্তানি বাহিনীর সাঁড়াশি অভিযানের সমর্থনে শওকত নামে এক জল্লাদের নেতৃত্বে স্থানীয় বিহারিরা এই হত্যাকাণ্ড চালায়। অল্প সময়ের মধ্যে কুড়াল, কিরিচ এবং রামদা দিয়ে কুপিয়ে ৪০ জন ইপিআরসহ ৭৯ জনকে হত্যা করে। ২৯ মার্চ পশ্চিম দিকের বঙ্গোপসাগর উপকূল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী উত্তরে গহনা খাল এবং দক্ষিণে ইপিআর ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকা ঘিরে ফেলে। এ অবস্থায় অধিকাংশ ইপিআর সদস্য এলাকা ত্যাগ করলেও ৪০ জন ইপিআর নাথপাড়ার বিভিন্ন বাড়িঘরে আশ্রয় নেয়। নিহত ইপিআর সদস্যদের নাম জানা না গেলেও স্থানীয়দের নাম জানা যায়।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত