হেমু গ্রাম গণহত্যা, সিলেট
খরিসের সেতুর বাম পাশেই হেমু গ্রাম। এই গ্রামের ভেতর দিয়ে পাকবাহিনী সেতুতে উঠেছিল। পাকিস্তানি জঙ্গিবিমান বহর ১৭ এপ্রিল এই গ্রামের ওপর অহেতুক বোমাবর্ষণ করে। বোমা হামলায় মারা যান বহুসংখ্যক নিরস্ত্র বাঙালি। বিভিন্ন স্থানে হত্যা করেছে আরো ১২ জনকে।
হরিপুর সেতুর কাছে পাকবাহিনীর বুলেটে শাহাদাত বরণ করেন হাবিলদার গোলাম রসুল, আবদুল মালেক ও আবদুল রব। চিকনাগুল তহসিল অফিসের কাছেই এসব শহীদের কবর।
[৪৬] তাজুল মোহাম্মদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত