হরিনগর গণহত্যা, সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগর থানার হরিনগর এলাকায় বিশিষ্ট মুক্তিযোদ্ধা নবাব্দি ফকির। নিজের ছেলেমেয়েসহ স্থানীয় যুবকদের সহযোগিতায় একটি মুক্তিযোদ্ধার দল গড়ে তোলেন। সুন্দরবনের অভ্যন্তরে ঘাঁটি করে পাকবাহিনীর নদীপথে আগমন প্রতিহত করত। তাছাড়া এ পথ দিয়ে মূলত দেশত্যাগী হাজার হাজার মানুষ ভারতে যেতেন। ফলে তাদের দুর্বৃত্তদের হাত থেকে রক্ষার দায়িত্বও তিনি পালন করতেন। এ কারণে ১৮ ভাদ্র বৃহস্পতিবার পাক গানবোট হরিনগর স্কুলে আক্রমণ করে। নবাব্দি ফকির তার দল নিয়ে গানবোটের ওপর আক্রমণ চালান। তাদের প্রতিরোধের কারণে গানবোট ক্ষতি স্বীকার করে ফিরে যেতে বাধ্য হয়। পাকবাহিনী ও রাজাকাররা এ হামলার প্রতিশোধ হিসেবে ২৩ ভাদ্র সোমবার হরিনগর বাজার ঘেরাও করে ব্যাপক গণহত্যা চালায় ও অগ্নিসংযোগ করে।
[২২] আশেক-ই-এলাহী
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত