You dont have javascript enabled! Please enable it! 1971.12.15 | হরিহরপাড়া বধ্যভূমি | ঢাকা - সংগ্রামের নোটবুক

হরিহরপাড়া বধ্যভূমি, ঢাকা

ঢাকার অদূরে অবস্থিত হরিহরপাড়া গ্রামটি ১৯৭১-এ পাকবাহিনীর ভয়াবহ নৃশংসতার কথা স্মরণ করে দেয়। এখানে প্রায় বিশ হাজার নিরপরাধ বাঙালিকে পাকহানাদার বাহিনী গুলি করে হত্যা করেছিল বলে জানা গেছে। এই গ্রামের অধিবাসীদের পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য স্থান থেকে ধরে আনা বাঙালিদের পেছনে হাতবাঁধা অবস্থায় নদীর ধারে পাকিস্তান ন্যাশনাল ওয়েল কোম্পানির একটি বড় গুদামে রাখা হতো। প্রতিদিন সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথে ৬-৮ জন বাঙালি নারী- পুরুষকে বেঁধে এনে বুড়িগঙ্গা নদীর হাঁটু পানিতে দাঁড় করে গুলি করে হত্যা করত।
সকাল পর্যন্ত চলত এই হত্যাযজ্ঞ। অতঃপর গ্রামের মাঝিদের লাশগুলো নৌকা বোঝাই করে মাঝনদীতে নিয়ে স্রোতে ভাসিয়ে দিতে বাধ্য করা হতো। ১৫ ডিসেম্বরেও এখানকার কলোনিতে অসংখ্য মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। মার্কিন পত্রিকা ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিনিধি লুইস এম সাইমনসের রিপোর্ট থেকে উল্লেখিত গণহত্যার ঘটনা জানা যায়। ১৯৭২ সালের ৮ জানুয়ারি তিনি এই গ্রামে গিয়ে প্রত্যক্ষদর্শী অনেকের সঙ্গে কথা বলেছিলেন।
[৩৭৪] রোজিনা কাদের

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত